প্রিন্ট এর তারিখঃ Jan 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 28, 2025 ইং
নাগবাড়ী শান্তিবাগ রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করলেন শফিউদ্দিন মেম্বার

নারায়ণগঞ্জ আপডেট: ফতুল্লা থানাধীন নাগবাড়ী শান্তিবাগ এলাকায় রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেছেন কাশীপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য (মেম্বার) শফিউদ্দিন সরদার।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে এ সংস্কার কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি বলেন, সংস্কারের অভাবে এ রাস্তাটি স্থানীয় এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলো। এ রাস্তাটিরর বেহাল দশা দেখে আমি পূর্বে ঘোষণা দিয়েছিলাম যে, এ রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করবো। তারই ধারাবাহিকতায় এ রাস্তা ও ড্রেনের কাজ সংস্কার করা হচ্ছে। এ কাজ সম্পন্ন হলে আশা করছি এখানকার এলাকাবাসী স্বাচ্ছন্দে এ রাস্তা দিয়ে চলাচল করতে পারবে।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট